About Image
আমাদের স্কুলের বৈশিষ্ট্য সমূহঃ
  • অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকার দ্বারা পরিচালিত।
  • সুস্পষ্ট সিলেবাসের পরিসরে পাঠদান।
  • ইংরেজি, গণিত শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দান ।
  • স্কুলের সামনে প্যাড গ্রাউন্ড।
  • সম্মানিত অভিভাবকদের পরামর্শের ভিত্তিতে শিক্ষার মান উন্নয়নের ব্যবস্থা গ্রহণ।
  • প্রতিদিন শিক্ষার্থীর  দৈনন্দিন শিক্ষার কার্যক্রম ডায়েরীর মাধ্যমে সম্মানিত অভিভাবকদের অবহিত করণ ।
  • শ্রেণীর পাঠ শ্রেণীতে প্রদান করতে না পারলে অবশ্যই ডিটেনশন ক্লাসের মাধ্যমে সম্পন্ন করানো হয় ।
  • পরীক্ষার পূর্বে মডেল টেস্ট ও C.T. পরীক্ষা না হয় ।
  • সু - সৃঙ্খল ও কঠোর পদ্ধতির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করণ ।
  • নিজস্ব জেনারেটর ও I.P.S. দ্বারা সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ।
headmaster Image

মোঃ জাহিদুল ইসলাম

  • অভিজ্ঞ শিক্ষক/শিক্ষিকার দ্বারা পরিচালিত।
  • সুস্পষ্ট সিলেবাসের পরিসরে পাঠদান।
  • ইংরেজি, গণিত শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দান ।
  • স্কুলের সামনে প্যাড গ্রাউন্ড।
  • সম্মানিত অভিভাবকদের পরামর্শের ভিত্তিতে শিক্ষার মান উন্নয়নের ব্যবস্থা গ্রহণ।
  • প্রতিদিন শিক্ষার্থীর  দৈনন্দিন শিক্ষার কার্যক্রম ডায়েরীর মাধ্যমে সম্মানিত অভিভাবকদের অবহিত করণ ।
  • শ্রেণীর পাঠ শ্রেণীতে প্রদান করতে না পারলে অবশ্যই ডিটেনশন ক্লাসের মাধ্যমে সম্পন্ন করানো হয় ।
  • পরীক্ষার পূর্বে মডেল টেস্ট ও C.T. পরীক্ষা না হয় ।
  • সু - সৃঙ্খল ও কঠোর পদ্ধতির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করণ ।
  • নিজস্ব জেনারেটর ও I.P.S. দ্বারা সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ।

অন্যদের চেয়ে আমরা আলাদা কেন ?

  • ছাত্র-ছাত্রীদের আরবি শিক্ষা ও আরবি লেখা বাধ্যতামূলক।
  • সপ্তাহে ১ দিন শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়া হয়।
  • সপ্তাহে ১ দিন ইংলিশ স্পোকেন শেখানো হয়।
  • মেধাবী  শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়।
  • P.E.C, J.S.C SSC শিক্ষার্থীদের স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা হয়।
  • নিয়মিত জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়।
  • ক্লাসরুম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
history image

পোশাক পরিচ্ছদ

 

 ছাত্রদের জন্যঃ  ব্লু চেক শার্ট,  নেভি ব্লু প্যান্ট,  নেভি ব্লু টাই, সাদা মোজা, সাদা জুতা ।

ছাত্রীদের জন্যঃ ব্লু চেক স্কার্ট, বড় মেয়েদের ব্লুচেক জামা, নেভি ব্লু সেলোয়ার, সাদা ওড়না, নেভি ব্লুক ক্রস বেল্ট, সাদা মোজা, সাদা জুতা।

বিঃদ্রঃ  শীতকালীন সময় সব ছাত্র-ছাত্রীর নেভি ব্লু সোয়েটার ।

 

বাৎসরিক কর্মসূচি

একলা জানুয়ারি নবীন বরণ ও বাৎসরিক মিলাদ মাহফিল।

জাতীয় দিবস গুলোতে উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

শিক্ষা সফর, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

প্রতিটি পরীক্ষার পর অভিভাবক দিবস পালন।

mission and vission image

administration image
achivements Image

Our achievemens

 

আপনাদের দোয়া ভালোবাসাই আমাদের এচিভমেন্ট